আমি যা তুমি তা নও!
তুমি যা আমি তা নই!
তুমি যা পারো না তা করার ভান করোনা!
তুমি যা উহ্য রাখো, আমি তা বোঝার ক্ষমতা রাখি!
তুমি ইচ্ছের বিরুদ্ধাচরণ করে কারো মত হতে চাইলেও!
তুমি তোমার মতই থাকবে!
এ তোমার দোষ নয়, দোষটা তোমার স্বভাবে!
তোমার জানা আছে বৈকি!
আমাদের মাঝে এমন অনেক প্রাণ আছে!
যারা নাকি সব বোঝার পরেও চুপ থাকে!!!
No comments:
Post a Comment