Saturday, May 25, 2019

প্রেয়সীর আসা যাওয়া

🌺🌼🌾প্রতিদিনের হঠাৎ আসা যাওয়ায়🌺🌼🌾

ক্ষণকাল স্থায়িত্বে আসা যেন দমকা হাওয়া!
এইটুকুন সময়েই দিয়ে যায় বিরাট এক ধাক্কা!

জমাটবদ্ধ হতে চায় মস্তিষ্কে বয়ে চলা রক্তকণিকা!
তবুও অক্সিজেনের প্রভাবে নিরবধি বয়ে চলে তা!

পেশীতন্ত্রে মারে টান যেন বেজে উঠবে বিদায়ী ঘন্টা!
তবুও বেচারা কেন যেন ফিরে পায় প্রাণটা!

দুর্বল দেহের অভ্যন্তরে থাকা ইস্পাতনির্মিত হৃদয়টা!
তবে কিঞ্চিৎ ব্যাথার সৃষ্টিছাড়া কিছুই করতে পারেনি তা!

No comments:

Post a Comment