Sunday, May 12, 2019

দূরন্ত পথিক

দূরন্ত পথিক
------✌------
রোদে পুড়েছে দূরন্ত পথিক!
পানিতে ভিঁজতেও সমান পারদর্শী!
কাঁদায় হাটু ডোবা রাস্তায় দিয়েছে পথ পাড়ি!
পথেরকাঁটা বিঁধেছে পায়, রক্ত ঝরছে নিরবধি!
কখনো পা পিছলে পড়েছে ধপাস!
কিন্তু উঠতে দেরি করেনি, দু'পায়ে চলেছে নিরবকাশ!

পথে চলতে ক্লান্তি আর গ্লানি দিয়েছে হাতছানি!
তৃষ্ণাতুর হৃদয় কখনো কখনো পা বাড়াতে চায়নি!
তবুও না থেমে চলেছে লক্ষ্যভেদের তরে কে তারে ধরে!
অবশেষে সব বাধা পেরিয়ে বিজয়ের ধ্বনি বাঁজবে!
ধ্বনিত হবে আকাশ বাতাস  নিবে বিজয়ের স্বাদ!
পথিক শুধু নয় পথিক এ যে,দূরন্ত পথিক!
অন্তহীন বন্ধুর পথে ধাবমান দূরন্ত পথিক!

No comments:

Post a Comment