Tuesday, May 14, 2019

প্রিয়ার অনুশাসন

তুমি যখন ভালোলাগার কথা বলো,
তখন ভালো থাকা নিয়ে ব্যস্ততা অধিক!

তুমি যখন ভালোবাসার কথা বলো,
তখন কংক্রিটের ভালো বাসা নিয়ে ব্যস্ততাযুক্ত দিন!

তুমি যখন ভালো থাকার কথা বলো,
তখন প্রাঁণ নিয়ে বেঁচে থাকা উষ্ঠাগত প্রতিটি দিন!

তুমি যখন নিজের খেয়াল রাখতে বলো,
তখন বেখেয়ালি মনে কেটে যায় বেলা নিত্যদিন!

তুমি যখন নিয়ম করে নিয়মিত খেতে বলো,
তখন সারাদিনমান নাওয়া খাওয়া অনিয়ম প্রতিদিন!

তুমি যখন সময়মতো ঘুমাতে বলো,
তখন দু'চোখ নির্ঘুম হয়ে পার করে কত রাত্রি দিন!

  ---- তাজ----
 ১৫/০৫/২০১৯
০৫ঃ২৭(a.m)

No comments:

Post a Comment