Sunday, May 5, 2019

স্বপ্নে আসো তুমি!!!???

ভাবনা তো দূরের কথা,
কল্পনাযোগ্য নয়!

দূরদেশী তবুও কেন যে,
মাঝেমধ্যেই হঠাৎ করে সাক্ষাৎ হয়!

তবে মানুষ কি জীবনে
একবার আর একজনেই সীমাবদ্ধ রয়!

অধিকাংশে বলে,
 অরে এ কোন ব্যাপার নয়!

হ্যাঁ, যদি তা সত্য হয়,
তবে নাকি খুব কষ্ট হয়!!!

No comments:

Post a Comment