Tuesday, June 25, 2019

কোটির কাছে বারো

কোটির কাছে বারো
--------+------+------

কোটির কাছে বারো
তুচ্ছ সেটা নিজেও জানো!
সেটা হিসেবে না আনলেও
পারো!

কোটির কাছে বারো
সামান্য দু'য়ে হাতটা
প্রসারিত করে ধরো!

কোটির কাছে বারো
এটা কোন বিষয় হলো
যখনতখন ইচ্ছে হলেই
হাতটা এবার ছাড়ো!

কোটির কাছে বারো
সেটা কি জীবিকার্জনের
চেয়েও ছিল খুব বড়!

কোটির কাছে বারো
অবজ্ঞা আর অবহেলায়
অসম্মান করে তুচ্ছার্থে
ঘুরো!

কোটির কাছে বারো
কথা না শোনবার
ভাবনাটা মনে আসে
আরও!

কোটির কাছে বারো
তবে সেদিন যে
অসময়ে ছিল খুব বড়!

কোটির কাছে বারো
বিপদকালে খুব সামান্য
মনেউঠার সময় ছিল
না'কো!

কোটির কাছে বারো
কোনটা ছোট কোনটা
বড় অবুঝ ঝিয়ারী
কি জানতো!

কোটির কাছে বারো
আদালতে ভাব ধরো
এটাই ছিল বড়!

কোটির কাছে বারো
ভালোবাসার কাছে তা
হয়না কোনদিন বড় কিংবা
ছোট!

কোটির কাছে বারো
এমন ভাব ধরো
নিজেকে ভিক্টোরীয়া
মনেকর!

কোটির কাছে বারো
তাদেরও সমাজ সম্মান
ছিলো মনে আসেনি
একবারো!

কোটির কাছে বারো
খুব সামান্য হলেও
তাদের সম্মানের দাম
আরো!

কাোটির কাছে বারো
টাকার অংকে হৃদয়
ক্ষতবিক্ষত করতে ইজ্জত
সম্মানের দাম হিসেব
না করো!

কোটি কিংবা বারো
ইজ্জত সম্মানের কাছে
বড়ই তুচ্ছার্থে মানে
আজও অজস্র জনে!
২৫.০৬.২০১৯


No comments:

Post a Comment