Sunday, June 23, 2019

প্রিয়দর্শিনী হঠাৎ আগমন

চেনা পথে অকস্মাৎ প্রিয়দর্শিনীর
অপ্রত্যাশিত দৃষ্টিবিনিময় চিত্তে
ভাবনার উদয়াচল।
ভাবনার উদয়পুরে ভাব না
উঠতেই হয়ে গেল অস্তাচল।
দৃষ্টিতে স্বপ্নময়ী স্বল্প আলাপন
জুড়িয়ে  দিল মন।
এ যেন একটুখানি উদয়াস্ত ক্ষণ!

No comments:

Post a Comment