Sunday, June 23, 2019

মোহর বাণিজ্য

বর্তমানে নতুন লাভজনক এক ব্যবসা চলছে নিরবে। অনেক পরিবার যৌতুক বিহীন বিয়েতে বড় অংকের মোহর বেঁধে মেয়ে বিয়ে দিয়ে কিছুদিন পরে ডিভোর্স নেওয়ার মাধ্যমে বড় অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে ছেলে পক্ষের নিকট হতে। বিষয়টি খুবী উদ্বেগজনক, এতে অনেক পরিবার সর্বস্ব হারিয়ে চরম বিপদে পড়ছে প্রতিনিয়ত। নতুন এই ব্যবসা সম্পর্কে সকলের সচেতনতা খুবী জরুরী।

নিজ সম্মান, পরিবার ও সমাজ বাঁচাতে সকলকেই সচেতন হওয়া এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এতোদিন যৌতুককে না বলেছি আমরা আজও যৌতুককে না বলি এবংবিয়ে নামক ব্যবসায়ে মোহরনার বিষয়টিতেও খুব সর্তক হওয়া একান্ত প্রয়োজন। সকলের দৃষ্টিপাত কামনা করছি।

No comments:

Post a Comment