Sunday, June 23, 2019

আপসংস্কৃতি

সন্তানদের খুব আদর করে মা' বাবা বলে ডেকে থাকি আমরা! এছাড়াও অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন নামে আদর সোহাগ দিয়ে ডেকে থাকি। কিন্তু ফেসবুকে ইদানীংকালে দেখা যাচ্ছে  অভিভাবকগণ তাদের সন্তানদের ছবি আপলোড করে পরিচয় করিয়ে দিচ্ছেন এ আমার মা' এ আমার বাবা'। বিষয়টা যুক্তিগতভাবে আদৌ কি শুদ্ধাচার হচ্ছে!?

সন্তান কে ভালোবাসা আদর সোহাগ করা খুবই প্রয়োজন। তবে এভাবে সন্তানদের পরিচিত করানো হলে বাবা মা'কে  কিভাবে পরিচিত করাবেন?
আমাদের সম্পর্কগুলো যার সাথে যেমন তাদেরকে সেইভাবে পরিচিত করানো হলে ভালোই হবে বৈকি মন্দ হবে না। যে যার স্থানে আছে তাকে তার নিজ স্থানে রেখে পরিচিত করানো হলে কোন সমস্যা হবে না বোধ হয়।

No comments:

Post a Comment