নির্ঝরের কবিতা লিখার
সামর্থ্য নেই।
তবে নির্ঝরের কবিতায়
উড়ন্ত বলাকার উদাহরণ
দিতে বিন্দুমাত্র কার্পণ্য নেই।
ব্যাকুল হৃদয়ে জানালার
পাশে উঁকিঝুঁকি মারো!
নিঃশব্দ অপলক দু'নয়নে
কি মায়াডোরে বাঁধো নিরবে!
শরীরটা যদিও আটকে আছে
জানালার লোহারতারে!
মনটা তোমার ঠিকই
পড়ে আছে তার পথ প্রান্তরে।
চাও যদি উড়তো পারো
তার নিরব নীল আকাশে।
জানালার পাশে তুমি
আজও থাকো নিরবে দাড়িয়ে!
No comments:
Post a Comment