Monday, April 27, 2020

পথিক

পথিক
🌿🌿

পথিক দূরের  পথধরে
যেতে চেয়েছে বহুদূরে.....
যেখানে মিশেছে পথ দিগম্বরে....

পথ যে,পথিকেরে টানে
যেতে একলা একা বহুদূরবর্তী স্থানে,
পথিকৃৎ হতে নয় পথেরদাবী মেটাতে!!

পথিক আর পথের অন্তরালে
নিভৃতে সারথির বসত অন্তগহীনে
দূরের পথে কেন আসোনি কাছে!?

শেষে ফিরলো রক্তমেখে
বাঁচল অকাল প্রয়াণ হতে!!
পথিক পথখরচা ভেবে চলছে আপনমনে!

দূরন্ত পথিক ছুটবে পথে দ্রুতবেগে
পথিকের স্বাভাবিকীকৃত স্বভাবে!
চলবে অন্তহীন পথে শেষনিঃশ্বাসে!

শতাব্দীর পথে হেঁটে চলা দূরন্ত পথিক,
হাঁটবে আরওকিছু পথ হয়ে নির্ভীক!!
ভুলে সব ব্যাথা,মুছে ফেলে রক্তমাখা!!

👉দূরন্ত পথিক
🎠🎠🎠🎠🎠

1 comment: