Wednesday, April 29, 2020

।। রঙ্গতামাশা।।

ক্ষুধা পেটে  পানতা ভাতে
লবন মরিচ  পেঁয়াজ তাতে
মুখে দিয়ে  দানাপানি
দিন খাই দিন আনি।

গামছাবাঁধা কোমরে
 মুঠি চলে সজোরে
ক্লান্ত হয় কাস্তে খানি
কৃষক নাহি থাম জানি.....

এমনি করেই দিন কাটে
 বারোটি মাসের হাটে,
কাদামাটি গায়ে মাখি
সকাল দুপুর রাত ঢাকি।

হঠাৎ কোকিল কাঁচি
হাতে
সেজেগুজে যায় মাঠে,
ছবি তুলে ধান নাড়ে
সকলের নজর কাড়ে।

আঁটি বেঁধে মাথায় তুলে
পোস্ট ছাড়ে অনলাইনে,
ছবিতেই  শেষ কাজ,
কাজ নাই খৈ ভাজ!

জনগনের ত্রানের টাকায়
ফ্ল‍্যাট কিনে রাখে ঢাকায়,
চশমখোর নিমক হারাম
দুর্নীতির ডান বাম।

ঢপমারে চাষার কাজে
রঙ মেখে সঙ সাজে,
রক্তচোষা জোঁকের দল
টাকা মারার আধুনিক ছল!!!

দূরন্ত পথিক
✊✊✊✊

1 comment:

  1. প্রেমের ছন্দ গুলো পড়ে ভালো লাগলো ধন্যবাদ।

    ReplyDelete