।।জ্যোৎস্নার নদ।।
নদে জ্যোৎস্না ছিলে ভেবেছিনু
ভয় নেই আর...!
এবার মিটে যাবে যাতনার ক্ষত
সব...
নিশিকান্ত নিশাচরের সঙ্গী জ্যোৎস্না
কিসের এত ভাবনা...
নদের থাকেনাতো কোন মোহনা।
কপোতাক্ষের সাথে নদীর মিতালী
সে'তো শুধুই ভাবনা!
সেখানে জ্যোৎস্নার আলো পড়েনা
স্রোতোবহা হারিয়ে নদে জেগেছে
ধূ ধূ চর ...!
তাইতো নদ জ্যোৎস্নার আলোয়
ঝিকমিক করেনা আর!
কাঁদো নদী কাঁদো শুনেছি কতশতবার
কেউ দেখেনি নদের জলশূন্য বুৃকের
জ্যোৎস্নাহীন আত্মচিৎকার!
দূরন্ত পথিক
⚪⚪⚪⚪
No comments:
Post a Comment