Tuesday, July 21, 2020

খুঁজবে কি কেউ!?


প্রভাতসূর্যের উদয়কালে
আঁখিদুটি মেলে দর্শনলাভে
খুঁজবে কি কেউ দূর হতে?

সকালের প্রথম যাত্রাপথে
যুগলবন্দী গন্তব্যের পাণে
খুঁজবেকি কেউ আপনমনে?

রোদ্দুর পথটার শেষপ্রান্তে
ক্লান্তি ছোঁয় যখন খুবকরে
খুঁজবেকি বসে ছায়াতলে?

আলসেমির বিজন দুপুরে
নরমের উষ্ণীয়  অঞ্চলে
খুঁজবেকি পরম অনুভবে?

সাঁঝবাতির আগুন জ্বালিয়ে
প্রতীক্ষার অনলে জ্বলেপুড়ে
খুঁজবেকি ঘরে ফেরার তরে?

পরিশ্রান্ত দিনশেষে আদুরে
আবেগী মায়ার অন্ধকারে
খুঁজবেকি অনুভবে জড়াতে?

কতরাতের হঠাৎ ঝড়ে
নির্ঘুম দাঁড়িয়ে বামপাশে
খুঁজবেকি ঝড় থামবার আশে?

পথিকের পথেরপাঁচালিতে
খোশগল্পের মজার আড্ডাতে
খুঁজবেকি পরিচিত আলপথে?










Wednesday, May 6, 2020

তুমি রবে নিরবে

তুমি রবে নিরবে
🌿🌿🌿🌿🌿

জ্বালাতে  জীবনদীপ
অন্ধকূপের তেল মাথায়
তুলে
সলতে জ্বলে ধিকধিক!

নীরব ঝরে ছাই-কালির
অশ্রুবারি,
আলোক শিখায় উজ্জ্বল
থাকুক দৃষ্টিপথ।

দ্বিধামুক্ত আত্মদ্রোহ
সম্মুখে এগুতে গিয়েও থমকে দাঁড়ায় বারংবার!

জ্যোৎস্নার-জ্যোতি সঞ্চিত
তাপে উজ্জ্বল,
পুনর্বার দহনে নাই অবসাদ

বিমোহন সুখে জুড়ায় মন
চাপা পড়ে যায় তীব্র দহন!

অগ্নিময় শব্দে রক্তে জ্বালো
আগুন,
অগ্নিরথে যাত্রাকারী সফল
যখন।
নীরবচারী তখনও নীরবে
নিভৃতে
তারার আলোর মতন....

আলোক উৎস চিরঅন্ধকারে
নিজেকে রাখে আত্মগোপন!
ঝিনুক-শামুক মুক্তা করে চাষ
উদার,
সর্বস্ব হারায়ে নিঃস্ব
দিতে আলোকিত সাজ!

দূর পথের সঙ্গী সদায়,
পথেই যেন পথিকের সংসার!
যে পথ শেষ হবে জীবনান্তে....

গন্তব্যে পৌঁছালে পরে
মিস্টি হাসিতে ঝরে রূপোলী আভা

ভূমণ্ডলে নীরবচারী কতকিছু
অলক্ষ্যে থেকেও প্রাণদায়িনী যেন,
সন্ধ্যা প্রদীপের আলোয় মুখে নামে
তারা ভরা রাতের উজ্জ্বলতা!
কখনও বা গ্রহণ অসময়ে!!

 দূরন্ত পথিক
💞💞💞💞

Wednesday, April 29, 2020

।। রঙ্গতামাশা।।

ক্ষুধা পেটে  পানতা ভাতে
লবন মরিচ  পেঁয়াজ তাতে
মুখে দিয়ে  দানাপানি
দিন খাই দিন আনি।

গামছাবাঁধা কোমরে
 মুঠি চলে সজোরে
ক্লান্ত হয় কাস্তে খানি
কৃষক নাহি থাম জানি.....

এমনি করেই দিন কাটে
 বারোটি মাসের হাটে,
কাদামাটি গায়ে মাখি
সকাল দুপুর রাত ঢাকি।

হঠাৎ কোকিল কাঁচি
হাতে
সেজেগুজে যায় মাঠে,
ছবি তুলে ধান নাড়ে
সকলের নজর কাড়ে।

আঁটি বেঁধে মাথায় তুলে
পোস্ট ছাড়ে অনলাইনে,
ছবিতেই  শেষ কাজ,
কাজ নাই খৈ ভাজ!

জনগনের ত্রানের টাকায়
ফ্ল‍্যাট কিনে রাখে ঢাকায়,
চশমখোর নিমক হারাম
দুর্নীতির ডান বাম।

ঢপমারে চাষার কাজে
রঙ মেখে সঙ সাজে,
রক্তচোষা জোঁকের দল
টাকা মারার আধুনিক ছল!!!

দূরন্ত পথিক
✊✊✊✊

Monday, April 27, 2020

পথিক

পথিক
🌿🌿

পথিক দূরের  পথধরে
যেতে চেয়েছে বহুদূরে.....
যেখানে মিশেছে পথ দিগম্বরে....

পথ যে,পথিকেরে টানে
যেতে একলা একা বহুদূরবর্তী স্থানে,
পথিকৃৎ হতে নয় পথেরদাবী মেটাতে!!

পথিক আর পথের অন্তরালে
নিভৃতে সারথির বসত অন্তগহীনে
দূরের পথে কেন আসোনি কাছে!?

শেষে ফিরলো রক্তমেখে
বাঁচল অকাল প্রয়াণ হতে!!
পথিক পথখরচা ভেবে চলছে আপনমনে!

দূরন্ত পথিক ছুটবে পথে দ্রুতবেগে
পথিকের স্বাভাবিকীকৃত স্বভাবে!
চলবে অন্তহীন পথে শেষনিঃশ্বাসে!

শতাব্দীর পথে হেঁটে চলা দূরন্ত পথিক,
হাঁটবে আরওকিছু পথ হয়ে নির্ভীক!!
ভুলে সব ব্যাথা,মুছে ফেলে রক্তমাখা!!

👉দূরন্ত পথিক
🎠🎠🎠🎠🎠

Wednesday, January 15, 2020

জ্যোৎস্নার নদ

।।জ্যোৎস্নার নদ।।

নদে জ্যোৎস্না ছিলে ভেবেছিনু
ভয় নেই আর...!
এবার মিটে যাবে যাতনার ক্ষত
সব...

নিশিকান্ত নিশাচরের সঙ্গী জ্যোৎস্না
কিসের এত ভাবনা...
নদের থাকেনাতো কোন মোহনা।

কপোতাক্ষের সাথে নদীর মিতালী
সে'তো শুধুই ভাবনা!
সেখানে জ্যোৎস্নার আলো পড়েনা
স্রোতোবহা হারিয়ে নদে জেগেছে
ধূ ধূ চর ...!

তাইতো নদ জ্যোৎস্নার আলোয়
ঝিকমিক করেনা আর!

কাঁদো নদী কাঁদো শুনেছি কতশতবার
কেউ দেখেনি নদের জলশূন্য বুৃকের
জ্যোৎস্নাহীন আত্মচিৎকার!

  দূরন্ত পথিক
 ⚪⚪⚪⚪

Monday, January 13, 2020

অভিলাষ

!!অভিলাষ!!
🍀🍀🍀🍀

শতাব্দীকালেও তোমায় ছুঁয়ে দেখতে
পাবোনা!
ছুঁয়ে দেখার নিশ্চয়তাটুকু পেলে,
বিদ্যাসাগরের মতো আমিও
সাঁতরে পার হবো ভরা দামোদর...

হাজার মাইল পাড়ি দিলেও
ক্লান্তি আসবেনা মোটেও,
                 তোমায় ছোঁয়ার আশায়।

তোমাকে একবার
ছুঁয়ে দিতে পারবো এতটুকু ভরসা
পেলে, অনায়াসে পার হবো মানব অঙ্কিত মানচিত্র যত!

ছুটে যাবো দুনিয়াজোড়া নগররাষ্ট্রের
সবকটা শহরে,
দূরে কিংবা অদূরে...
কিংবা বিপদসংকুল পাথুরি পাহাড়
বিস্তৃত অভয়ারণ্যের পথে।

যদি জানি একবার ছুঁইতে পারবো
তবে উত্তপ্ত বালিয়াড়ির বুকে
শতসহস্র পদাঙ্গুলি ফেলবো।
কাঁটাতার ডিঙ্গাবো অতি সহজে।

লোকলজ্জা সবভুলে
বেরিয়ে পড়বো কোন সভায়,মিছিলে
কিংবা কোন প্রকৃতির কোলাহলে।

একবার ছুঁইতে পাবো
শুধুমাত্র এই আশ্বাসটুকু পেলে
পৃথিবীর সমস্তরকম দূরত্ব আর বাধা ভেঙ্গে,
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।

তোমাকে ছুঁয়ে দেখিনি আজও
পরিচয়ের পর ক'টা বসন্ত পেরিয়ে
গেলেও !
আরও সহস্র বছর পার হলেও
তোমায় ছুঁয়ে দেওয়ার ইচ্ছে লালিত
 হবে মনগহীনে।

দূরন্ত পথিক
🍃🍃🍃🍃