ক্ষুধা পেটে পানতা ভাতে
লবন মরিচ পেঁয়াজ তাতে
মুখে দিয়ে দানাপানি
দিন খাই দিন আনি।
গামছাবাঁধা কোমরে
মুঠি চলে সজোরে
ক্লান্ত হয় কাস্তে খানি
কৃষক নাহি থাম জানি.....
এমনি করেই দিন কাটে
বারোটি মাসের হাটে,
কাদামাটি গায়ে মাখি
সকাল দুপুর রাত ঢাকি।
হঠাৎ কোকিল কাঁচি
হাতে
সেজেগুজে যায় মাঠে,
ছবি তুলে ধান নাড়ে
সকলের নজর কাড়ে।
আঁটি বেঁধে মাথায় তুলে
পোস্ট ছাড়ে অনলাইনে,
ছবিতেই শেষ কাজ,
কাজ নাই খৈ ভাজ!
জনগনের ত্রানের টাকায়
ফ্ল্যাট কিনে রাখে ঢাকায়,
চশমখোর নিমক হারাম
দুর্নীতির ডান বাম।
ঢপমারে চাষার কাজে
রঙ মেখে সঙ সাজে,
রক্তচোষা জোঁকের দল
টাকা মারার আধুনিক ছল!!!
দূরন্ত পথিক
✊✊✊✊
Wednesday, April 29, 2020
Monday, April 27, 2020
পথিক
পথিক
🌿🌿
পথিক দূরের পথধরে
যেতে চেয়েছে বহুদূরে.....
যেখানে মিশেছে পথ দিগম্বরে....
পথ যে,পথিকেরে টানে
যেতে একলা একা বহুদূরবর্তী স্থানে,
পথিকৃৎ হতে নয় পথেরদাবী মেটাতে!!
পথিক আর পথের অন্তরালে
নিভৃতে সারথির বসত অন্তগহীনে
দূরের পথে কেন আসোনি কাছে!?
শেষে ফিরলো রক্তমেখে
বাঁচল অকাল প্রয়াণ হতে!!
পথিক পথখরচা ভেবে চলছে আপনমনে!
দূরন্ত পথিক ছুটবে পথে দ্রুতবেগে
পথিকের স্বাভাবিকীকৃত স্বভাবে!
চলবে অন্তহীন পথে শেষনিঃশ্বাসে!
শতাব্দীর পথে হেঁটে চলা দূরন্ত পথিক,
হাঁটবে আরওকিছু পথ হয়ে নির্ভীক!!
ভুলে সব ব্যাথা,মুছে ফেলে রক্তমাখা!!
👉দূরন্ত পথিক
🎠🎠🎠🎠🎠
🌿🌿
পথিক দূরের পথধরে
যেতে চেয়েছে বহুদূরে.....
যেখানে মিশেছে পথ দিগম্বরে....
পথ যে,পথিকেরে টানে
যেতে একলা একা বহুদূরবর্তী স্থানে,
পথিকৃৎ হতে নয় পথেরদাবী মেটাতে!!
পথিক আর পথের অন্তরালে
নিভৃতে সারথির বসত অন্তগহীনে
দূরের পথে কেন আসোনি কাছে!?
শেষে ফিরলো রক্তমেখে
বাঁচল অকাল প্রয়াণ হতে!!
পথিক পথখরচা ভেবে চলছে আপনমনে!
দূরন্ত পথিক ছুটবে পথে দ্রুতবেগে
পথিকের স্বাভাবিকীকৃত স্বভাবে!
চলবে অন্তহীন পথে শেষনিঃশ্বাসে!
শতাব্দীর পথে হেঁটে চলা দূরন্ত পথিক,
হাঁটবে আরওকিছু পথ হয়ে নির্ভীক!!
ভুলে সব ব্যাথা,মুছে ফেলে রক্তমাখা!!
👉দূরন্ত পথিক
🎠🎠🎠🎠🎠
Subscribe to:
Comments (Atom)