Friday, January 8, 2021

অরণ্যবহ্নি


অরণ্যবহ্নি
♨♨♨♨
ফিরিয়ে দাও সবুজ অরণ্য
আমার....!
যেথায় ছিলো সবুজের যত
সমাহার।
বহ্নিজ্বালায় ছাই হল অভয়ারণ্যের
সবুজাভ........!
বহ্নিসখা  জ্বালো বহ্নিশিখা জ্বলেপুড়ে
হোক ছারখার ।
অরণ্যানী বহ্নিকোণে ঘুরেফিরে এসো
আবার.....
অরণ্যচরে জাগাবো সবুজের সহস্র
শবাহারী সম্ভার।
তোমার আমার পৃথিবীপৃষ্ঠ সবুজে
সাজাবো আবার।
অরণ্যানী আসবে অরণ্যচরে হবো
অরণসারথি।
দূরন্ত পথিক
🍀🍀🍀🍀