Wednesday, January 15, 2020

জ্যোৎস্নার নদ

।।জ্যোৎস্নার নদ।।

নদে জ্যোৎস্না ছিলে ভেবেছিনু
ভয় নেই আর...!
এবার মিটে যাবে যাতনার ক্ষত
সব...

নিশিকান্ত নিশাচরের সঙ্গী জ্যোৎস্না
কিসের এত ভাবনা...
নদের থাকেনাতো কোন মোহনা।

কপোতাক্ষের সাথে নদীর মিতালী
সে'তো শুধুই ভাবনা!
সেখানে জ্যোৎস্নার আলো পড়েনা
স্রোতোবহা হারিয়ে নদে জেগেছে
ধূ ধূ চর ...!

তাইতো নদ জ্যোৎস্নার আলোয়
ঝিকমিক করেনা আর!

কাঁদো নদী কাঁদো শুনেছি কতশতবার
কেউ দেখেনি নদের জলশূন্য বুৃকের
জ্যোৎস্নাহীন আত্মচিৎকার!

  দূরন্ত পথিক
 ⚪⚪⚪⚪

Monday, January 13, 2020

অভিলাষ

!!অভিলাষ!!
🍀🍀🍀🍀

শতাব্দীকালেও তোমায় ছুঁয়ে দেখতে
পাবোনা!
ছুঁয়ে দেখার নিশ্চয়তাটুকু পেলে,
বিদ্যাসাগরের মতো আমিও
সাঁতরে পার হবো ভরা দামোদর...

হাজার মাইল পাড়ি দিলেও
ক্লান্তি আসবেনা মোটেও,
                 তোমায় ছোঁয়ার আশায়।

তোমাকে একবার
ছুঁয়ে দিতে পারবো এতটুকু ভরসা
পেলে, অনায়াসে পার হবো মানব অঙ্কিত মানচিত্র যত!

ছুটে যাবো দুনিয়াজোড়া নগররাষ্ট্রের
সবকটা শহরে,
দূরে কিংবা অদূরে...
কিংবা বিপদসংকুল পাথুরি পাহাড়
বিস্তৃত অভয়ারণ্যের পথে।

যদি জানি একবার ছুঁইতে পারবো
তবে উত্তপ্ত বালিয়াড়ির বুকে
শতসহস্র পদাঙ্গুলি ফেলবো।
কাঁটাতার ডিঙ্গাবো অতি সহজে।

লোকলজ্জা সবভুলে
বেরিয়ে পড়বো কোন সভায়,মিছিলে
কিংবা কোন প্রকৃতির কোলাহলে।

একবার ছুঁইতে পাবো
শুধুমাত্র এই আশ্বাসটুকু পেলে
পৃথিবীর সমস্তরকম দূরত্ব আর বাধা ভেঙ্গে,
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।

তোমাকে ছুঁয়ে দেখিনি আজও
পরিচয়ের পর ক'টা বসন্ত পেরিয়ে
গেলেও !
আরও সহস্র বছর পার হলেও
তোমায় ছুঁয়ে দেওয়ার ইচ্ছে লালিত
 হবে মনগহীনে।

দূরন্ত পথিক
🍃🍃🍃🍃