Tuesday, July 21, 2020

খুঁজবে কি কেউ!?


প্রভাতসূর্যের উদয়কালে
আঁখিদুটি মেলে দর্শনলাভে
খুঁজবে কি কেউ দূর হতে?

সকালের প্রথম যাত্রাপথে
যুগলবন্দী গন্তব্যের পাণে
খুঁজবেকি কেউ আপনমনে?

রোদ্দুর পথটার শেষপ্রান্তে
ক্লান্তি ছোঁয় যখন খুবকরে
খুঁজবেকি বসে ছায়াতলে?

আলসেমির বিজন দুপুরে
নরমের উষ্ণীয়  অঞ্চলে
খুঁজবেকি পরম অনুভবে?

সাঁঝবাতির আগুন জ্বালিয়ে
প্রতীক্ষার অনলে জ্বলেপুড়ে
খুঁজবেকি ঘরে ফেরার তরে?

পরিশ্রান্ত দিনশেষে আদুরে
আবেগী মায়ার অন্ধকারে
খুঁজবেকি অনুভবে জড়াতে?

কতরাতের হঠাৎ ঝড়ে
নির্ঘুম দাঁড়িয়ে বামপাশে
খুঁজবেকি ঝড় থামবার আশে?

পথিকের পথেরপাঁচালিতে
খোশগল্পের মজার আড্ডাতে
খুঁজবেকি পরিচিত আলপথে?