Wednesday, May 6, 2020

তুমি রবে নিরবে

তুমি রবে নিরবে
🌿🌿🌿🌿🌿

জ্বালাতে  জীবনদীপ
অন্ধকূপের তেল মাথায়
তুলে
সলতে জ্বলে ধিকধিক!

নীরব ঝরে ছাই-কালির
অশ্রুবারি,
আলোক শিখায় উজ্জ্বল
থাকুক দৃষ্টিপথ।

দ্বিধামুক্ত আত্মদ্রোহ
সম্মুখে এগুতে গিয়েও থমকে দাঁড়ায় বারংবার!

জ্যোৎস্নার-জ্যোতি সঞ্চিত
তাপে উজ্জ্বল,
পুনর্বার দহনে নাই অবসাদ

বিমোহন সুখে জুড়ায় মন
চাপা পড়ে যায় তীব্র দহন!

অগ্নিময় শব্দে রক্তে জ্বালো
আগুন,
অগ্নিরথে যাত্রাকারী সফল
যখন।
নীরবচারী তখনও নীরবে
নিভৃতে
তারার আলোর মতন....

আলোক উৎস চিরঅন্ধকারে
নিজেকে রাখে আত্মগোপন!
ঝিনুক-শামুক মুক্তা করে চাষ
উদার,
সর্বস্ব হারায়ে নিঃস্ব
দিতে আলোকিত সাজ!

দূর পথের সঙ্গী সদায়,
পথেই যেন পথিকের সংসার!
যে পথ শেষ হবে জীবনান্তে....

গন্তব্যে পৌঁছালে পরে
মিস্টি হাসিতে ঝরে রূপোলী আভা

ভূমণ্ডলে নীরবচারী কতকিছু
অলক্ষ্যে থেকেও প্রাণদায়িনী যেন,
সন্ধ্যা প্রদীপের আলোয় মুখে নামে
তারা ভরা রাতের উজ্জ্বলতা!
কখনও বা গ্রহণ অসময়ে!!

 দূরন্ত পথিক
💞💞💞💞