কবিতা
🌠🌠
কবিতা তোমার প্রতিটি বর্ণে
ভাসি ভালোবাসার ভেলায়
প্রতিটি যতি করে যতন
সুখের ঢেউ জীবনের বালুকাবেলায়
আছড়ে পড়ে সমুদ্রের উথালপাতাল তরঙ্গের মতন।
কবিতা তোমার বলা শব্দে কতশত দুঃখ
মুহূর্তেই মুছে যায়
বাম পাঁজরের ব্যথাটা হঠাৎই থেমে যায়।
কবিতা তোমার ভুবনমোহন সুরে
পরিতৃপ্ত হয় এ হৃদয়
শত কল্লোলে মুখরিত করে জগৎ প্রেমময়।
কবিতা তোমার প্রতিটা শব্দে কাঁদতে শিখেছি আমি
কঠিন শিলার ঝর্ণা বয়েছে আমার নয়ন নামি।
কবিতা তোমার ঝরে পড়া শব্দে সেজেছে সবুজ বন
মৃতপ্রায় বৃক্ষ তোমার ছোঁয়ায় পেয়েছে নতুন জীবন।
শতজনমের ভালোলাগা
সহস্র ভালোবাসা
সকলই তোমার দান
ভুবনের মাঝে
সকাল-সাঁঝে
বাজে তোমারই সুরেলা গান।
তুমি সৃষ্টি,তুমি ধ্বংস
অবিনশ্বর তুমি
তোমাতে সপিবো চিরদিন আমাকে
তোমারই হৃদয় চুমি।
☀☀☀☀
দূরন্ত পথিক