বলাকার মতো উড়ে খুঁজে চলি মাথা গুঁজবার ঠাঁই
পড়ন্ত বেলায় দেখি আর কোনো পিছুটান নাই।
চলনধর্ম তার খুঁজে মরে হাহাকার
পাছে কিছু পেয়ে গেলে করে সুখ চিৎকার।
বাড়ন্ত জীবন জ্বলে মরার ভয়ে শংকিত দুটোমন!
জীবন্ত মনে ভালোবেসে দূরে থাকা মৃত্যুর সমান।
জানিনে হৃদয় পাবে কি
সেই মানসীর ছোঁয়া
নাকি বেলা শেষে সব হবে হেসে কুয়াশার ধোঁয়া?
যত কথা বলি বাতুলতা ভরা শেষ হবে একদিন
বেঁচে থাক তুমি নাম আরো বেঁচে থাক তার ঋণ।
❄❄❄❄
দূরন্ত পথিক